Ami Sree Sree Bhajohori Manna

লা লালা, লা লালা, লা লালা, লা লালা, লা. আ

আমি শ্রী শ্রী ভজহরি মান্না
আমি শ্রী শ্রী ভজহরি মান্না
ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে
শিখেছি সহজ এই রান্না...
আমি শ্রী শ্রী ভজহরি মান্না

হাতে নিয়ে ডেকচি, যেই তুলি হেঁচকি
হাতে নিয়ে ডেকচি, যেই তুলি হেঁচকি
বিরিয়ানী কোরমা, পটলের দোরমা
মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেঁচকি

পাবেন না মশলাটা যেখানেই যান না
আমি শ্রী শ্রী ভোজহরি মান্না
সুইজারল্যান্ড গিয়ে, ইজিপ্ট হল্যান্ড গিয়ে

শিখেছি নতুন এই রান্না...
আমি শ্রী শ্রী ভজহরী মান্না...

শোনো ভাই কুন্তী, নিয়ে এসো খুন্তি
শোনো ভাই কুন্তী, নিয়ে এসো খুন্তি
ওহে বীর হাজরা. হাড় আর পাঁজরা...
ওহে বীর হাজরা, হাড় আর পাঁজরা
আস্ত মাছেই করি ডেভিল অগুন্তি
মোটেই হবে না ভুঁড়ি যত খুশি খান না

আমি শ্রী শ্রী ভজহরি মান্না...

না কেটেই খাশিটা, টাটকা কি বাসিটা
না কেটেই খাশিটা, টাটকা কি বাসিটা
ঠিক পড়ে নজরে, বলে দি সজোরে
মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা
পেটে গিয়ে ব্যা ব্যা করে জুড়ে দেবে কান্না

আমি শ্রী শ্রী ভজহরি মান্না
খাইবারপাস গিয়ে রোম সাইপ্রাস গিয়ে
শিখেছি এই রান্না
আমি শ্রী শ্রী ভজহরি মান্না
আমি শ্রী শ্রী ভজহরি মান্না



Credits
Writer(s): Sudhin Dasgupta, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link