Nilanjana-I-Se Pratham Prem (Live)

এই গানটা সবাই মিলে গাইব

লাল ফিতে, সাদা মোজা, scho-school-এর uniform
ন'টার siren সংকেত, syllabus-এ মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট-ছুটে রাস্তার মোড়ে
দেখে siren মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
School bus-এ করে তার দ্রুত চলে যাওয়া

এরপর বিষণ্ন দিন, বাজে না মনবীণ
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন, ওহ

হাজার কবিতা, বেকার সবই তা
হাজার কবিতা, বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

একটা সময় ছিল, যখন রকে বসে শিস দিতাম
কিছু মনে করবেন না
হ্যাঁ, আমি-, জীবনে অনেকটা সময় আমার রকে বসে কেটেছে
তাতে আমার খুব একটা লজ্জা নেই কারণ আমি মনে করি-
রকের মতো শিক্ষামূলক প্রতিষ্ঠান পৃথিবীতে আর দুটো হবে না

তো তখন- যখন রকে বসে শিষ দিতাম তখন গন্যমান্য মানুষেরা-
মানে- কেন বলছি, কারণ সেই মায়ের গানটা আবার ফিরে আসছে
"তোমার মহাবিশ্বে প্রভু হারায় না তো কিছু"
তখন যখন রকে বসে শিষ দিতাম
তখন গন্যমান্য মানুষেরা বলতেন 'বখাটে ছেলে'
ওই একই শিক্ষায় আজ যখন মঞ্চে দাঁড়িয়ে ঠিক একইভাবে শিস দেই
এখন সেই সমস্ত মানুষেরাই বলেন 'প্রতিভাবান'

সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়
রক থাকতো ভরে কিছু বখাটে ছোঁড়ায়
হিন্দি গানের কলি, সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময়

তখন উদাস মন ভোলে মনোরঞ্জন
দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়
তখন নীলাঞ্জনা, প্রেমিকের কল্পনা
ও মনের গভীরতা জানতে চায়

সবাই
যখন খোলা চুলে হয়তো মনের ভুলে
তাকাতো সে অবহেলে দু'চোখ মেলে
সবাই গান

হাজার (কবিতা), বেকার (সবই তা)
হাজার (কবিতা), বেকার (সবই তা)
তার কথা কেউ বলে না
(সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা)



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link