Box Office

আমি producer, আমি director
আমি producer, আমি director
আমি সংস্কৃতি জগতের dictator
এমন একটা ছবি বানাবোই বানাবো
আমি শ্রেষ্ঠ, সেটা বুক ঠুকে জানাবো
গল্পের গরুটাকে দড়ি দিয়ে বেঁধে রেখে
মানুষকে গাছে তুলে মইটাকে সরাবো
বলে কি!

Action, tension, sex আর violence
সবকিছু নিয়ে হবে ছবি এক piece
টিকিটের লাইনেতে রোজ হবে মারপিট
হবেই হবেই হবে hit

Box office
Box office
Box office
Box office

হিন্দি, বাংলা, আর...
হিন্দি, বাংলা, আর ইংরেজি মিশিয়ে
বানাবো এমন এক cocktail
Distributor-এর ভীড় লেগে যাবে দোরে
সবাই লাগাবে পায়ে তেল
গল্প superhit, নাচ আছে, গান আছে
Sex-এর ছড়াছড়ি ভাই
প্রগতির বুলি আছে, ঠাকুমার ঝুলি আছে
বলো তো আর কী চাই?

এই ছবি এই দেশে একদম হবে fit
হবেই হবেই হবে hit

Box office
Box office
Box office
Box office

স্টারেদের ভীড় হবে...
স্টারেদের ভীড় হবে আমার ছবিতে
নতুনেরা দূরে হটো ভাই (যাও!)
নামিদামি নায়কেরা অনেক নিরাপদ
আমার তো টাকাটাই চাই
মশলা মুড়ির মতো মশলা ছবির যুগে
কে আর ঝুঁকির পথে যায়!
ভালো ছবি চাই না, hit hit ছবি চাই
এমন কথাই শোনা যায়

তাই তো, তাই তো, অনেক ভেবে দর্শক যেটা নেবে
এমন এক ছবি নিয়ে আসবো করতে টি-টিকিটের লাইনেতে
রোজ হবে মারপিট
হবেই হবেই হবে

Box office
Box office
Box office
Box office

শিল্পের নামে এই ভন্ডামি কতকাল, আর কতকাল ধরে সইবো?
শিল্পের ছাপ মারা এই পচাগলা সব আর কতকাল ধরে বইবো?
এর ছেলে, ওর ছেলে, তার মেয়ে গান গায়
কত শত নতুন কুঁড়িরা ঝরে যায়
মামা কাকা যার আছে, তারাই কুলীন হয়
বাদবাকি যারা সব মেথর সম্প্রদায়

এই গান, এই গান শুনে যারা কুঁচকোয় নাক
তারা যাক, যাক, যাক, যাক নিপাত যাক
এ গান আমাদের, এ গান তোমার
এ গান নিরাশার, এ গান আশার
এ গান আমাদের, এ গান তোমার
এ গান নিরাশার, এ গান আশার
এ গান না ভালো বলে উঠে যদি যাও চলে
পারবে কি এড়াতে বিবেকের হাত?
হাজার নচিকেতা কতশত আসরে
গানের আড়ালে রক্তবমি করে
তবুও কি আসবে না মানুষের হুঁশ?
আগাছার ভীড় ঠেলে জাগবে মানুষ
যারা ব্যবসার পাল্লাতে...
যারা ব্যবসার পাল্লাতে মাপবে না শিল্পকে
চাইবে না, চাইবে না hit

Box office
Box office
Box office
Box office
Box office
Box office
Box office
Box office
Box office



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link