Katoi Ranga Dekhi Duniyay

কতই রঙ্গ দেখি দুনিয়ায়
ও ভাই রে, ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়
আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই
আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই
আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে
ও ভাই, অর্থ কোনো খুঁজে নাহি পাই রে
ভাই রে, ভাই রে
আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়

দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে
দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে
মন্দ যে সে সিংহাসনে চড়ে
দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে
মন্দ যে সে সিংহাসনে চড়ে

ও ভাই, সোনার ফসল ফলায় যে তার
দুই বেলা জোটে না আহার
সোনার ফসল ফলায় যে তার
দুই বেলা জোটে না আহার
হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই
ও ভাই, হীরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই
ও তার কানাকড়ি নাই, ওরে ভাই রে

ওরে ভাই রে, ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়
ওরে ভাই রে, ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়



Credits
Writer(s): Satyajit Ray
Lyrics powered by www.musixmatch.com

Link