Darjeeling

খাদের ধারের রেলিঙটা
সেই দুষ্টু দোদো সিরিংটা
আমার শৈশবের দার্জিলিংটা

খাদের ধারের রেলিঙটা
সেই দুষ্টু দোদো সিরিংটা
আমার শৈশবের দার্জিলিংটা

জানলার কাঁচে ঠোঁট চেপে
ছবি এঁকেছি নিঃশ্বাসে
পাহাড় আঁকা কত সোজা
হারিয়ে গেছে সেই ড্রয়িং খাতা

খাদের ধারের রেলিঙটা
সেই দুষ্টু দোদো সিরিংটা
আমার শৈশবের দার্জিলিংটা

চ্যাপ্টা ঠোঁটের ভালাবাসা
খুদে চোখে কত আশা
যখন তখন সাদা কুয়াশা
চ্যাপ্টা ঠোঁটের ভালাবাসা
খুদে চোখে কত আশা
যখন তখন সাদা কুয়াশা

খাদে নেমে প্রথম সিগারেট
সেখান থেকে স্কুলের গেট
দশ মিনিট দৌড়ে নইলে লেট
রোল কল হয়ে গেছে, এবার বেত

খাদের ধারের রেলিঙটা
সেই দুষ্টু দোদো সিরিংটা
আমার শৈশবের দার্জিলিংটা

টুং সোনাদা ঘুম পেরিয়ে
একা বেঁকা রাস্তা ধরে
যখন-তখন পৌঁছে যাওয়া যায়
টুং সোনাদা ঘুম পেরিয়ে
একা বেঁকা রাস্তা ধরে
যখন-তখন পৌঁছে যাওয়া যায়

কিন্তু সেই দোদো সিরিংটা
হারিয়ে গেছে যে আজ কোথায়
খাদে নামতে আজ ভয় করে
নেই যে কেউ আর হাতটাকে ধরার

খাদের ধারের রেলিঙটা
সেই দুষ্টু দোদো সিরিংটা
আমার শৈশবের দার্জিলিংটা



Credits
Writer(s): Srinivas Epr, Neel Dutta, Anjan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link