Aami Tor Nesate

আমি তোর নেশাতে হলাম বেসামাল
আজ এই মনেতে হাজার রঙ মশাল
আমি তোর নেশাতে হলাম বেসামাল
আজ এই মনেতে হাজার রঙ মশাল
সারাটা দিন, হবো রঙিন
বেড়াব ছুঁটে অচেনা রুটে
যেন দুষ্টু মেঘে রুমাল
আমি তোর নেশাতে হলাম বেসামাল
আজ এই মনেতে হাজার রঙ মশাল
আমি তোর নেশাতে হলাম বেসামাল
আজ এই মনেতে হাজার রঙ মশাল
স্বপ্নে তাই, প্রেম পাঠাই তোর নামে
চিলতে এক রূপকথার নীল খামে
আরঘোচে তুই হেসে যেই তাকাস
সেই মায়ায় ঝলমলায় এই আকাশ
সারাটা দিন, হবো রঙিন
বেড়াব ছুঁটে অচেনা রুটে
যেন দুষ্টু মেঘে রুমাল
আমি তোর নেশাতে হলাম বেসামাল
আজ এই মনেতে হাজার রঙ মশাল
আমি তোর নেশাতে হলাম বেসামাল
আজ এই মনেতে হাজার রঙ মশাল
তোর ছবি আঁকবো সব কাজ ফেলে
কল্পনায় সাত রঙের ফ্যাস্টেলে
এই জীবন খুব ধুসর তুই ছাড়া
তুই আমার এক নতুন আসকারা
সারাটা দিন, হবো রঙিন
বেড়াব ছুঁটে অচেনা রুটে
যেন দুষ্টু মেঘে রুমাল
আমি তোর নেশাতে হলাম বেসামাল
আজ এই মনেতে হাজার রঙ মশাল
আমি তোর নেশাতে হলাম বেসামাল
আজ এই মনেতে হাজার রঙ মশাল



Credits
Writer(s): Dipangshu Acharya, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link