Ami Ek Jajabar

আমি এক যাযাবর
আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে
ভুলেছি নিজের ঘর

আমি এক যাযাবর
আমি এক যাযাবর

আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে
ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে
প্যারিসের ধূলো মেখেছি

আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে
শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের
মিনারে বসে শুনেছি

মার্ক টোয়েনের সমাধিতে বসে
গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই
পথকে করেছি ঘর

তাই আমি যাযাবর
তাই আমি যাযাবর

বহু যাযাবর লক্ষ্যবিহীন
আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি
রাঙিয়ে নিয়েছি মন

আমি দেখেছি অনেক গগনচুম্বী
অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক
গৃহহীন নরনারী

আমি দেখেছি অনেক গোলাপ-বকুল
ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা
ঝরে গেছে অনাদরে

প্রেমহীন ভালোবাসা দেশে দেশে
ভেঙ্গেছে সুখের ঘর
পথের মানুষ আপন হয়েছে
আপন হয়েছে পর

তাই আমি যাযাবর
আমি এক যাযাবর

আমি এক যাযাবর
আমি এক যাযাবর
আমি এক যাযাবর
আমি এক যাযাবর



Credits
Writer(s): Bhupen Hazarika
Lyrics powered by www.musixmatch.com

Link