Chhotoder Chhotto Gaan

চোখ দু'টো দেখছে কি সত্যি
নাকি সব খবরের কাগজ?
মন থেকে বলছি কি কথাটা
আমরা সবাই রোজ রোজ?

শেষ কবে কান্নাটা কাঁদলে
পড়ছে কি মনে নাকি ভুলেছ?
ফুল, পাখি, গাছপালা, বৃষ্টি
শেষ কবে এইসব ভেবেছ?

অন্যের জন্য কি কষ্টে
দুঃখটা রাগ হয়ে যায়?
মন থেকে কোন কিছু দিয়ে দিতে
করছে কি আজকাল ভয়, ভয়?

ভালোবাসা মানে একটা বাসা কি?
ঘরে ফিরে আসা মানে আশা কি?
বিশ্বাসে বিশ্বাস আছে তো?
চলছি না ভেসে ভেসে যাচ্ছি?



Credits
Writer(s): Anjan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link