Chokher Jal Kimba Pani

বেইলি রোডের ধারে আমি দেখেছি তোমায়
রাতের অন্ধারে আমি দেখেছি তোমায়
আমার বউবাজারে আমি দেখেছি তোমায়
দু'দিকের কাঁটাতারে আমি দেখেছি তোমায়

এখানে তুমি হাসি মল্লিক, ওখানে হাসিনা
এখানে তোমার দাম পঞ্চাশ, ওখানে কত, জানি না
নিয়ন আলোয় ঝলসে যাওয়া দু'টো শহরের রাত
বেঁচে থাকার জন্য কেনাবেচার দু'টো হাত

ডলারের হার কমলে তাদের দর বদলায়
চোখের জল কিংবা পানি, সে তো নোনতাই থেকে যায়
ডলারের হার কমলে তাদের দর বদলায়
চোখের জল কিংবা পানি, সে তো নোনতাই থেকে যায়

কারও খদ্দের Toyota চড়ে, কারওর Maruti Zen
কারও চোখে দিশি নেশা, কারওর foreign
তবু চাহিদা সে তো একটাই, একটুখানি সুখ
তাই একইভাবে লাঞ্ছিত হয় দু'টি দেশের মুখ

তবু আবার সকাল আসে, ওরা স্নান করে যায়
দু'জনেই মনে মনে বাংলায় গান গায়
ডলারের হার কমলে তাদের দর বদলায়
চোখের জল কিংবা পানি, সে তো নোনতাই থেকে যায়

এখানে ঘোলাটে গঙ্গার জল, ওখানে ইছামতি
নোংরা নষ্ট হাজার কষ্ট তবু বয়ে চলে ঠিকই
চেপে রাখা ক্ষত যত, যত হাহাকার
বিশ্বের কাছে দেনার দায়ে লাঞ্ছিত বারবার

তবু আবার রঙ চাপিয়ে দাঁড়াতেই হয়
বেঁচে থাকার জন্য বিশ্বের রাস্তায়
ডলারের হার কমলে দেশের দর বদলায়
চোখের জল কিংবা পানি, সে তো নোনতাই থেকে যায়



Credits
Writer(s): Anjan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link