Amader Janye

সবেতে দুনিয়ার আমাদের অধিকার
সবেতে দুনিয়ার আমাদের অধিকার
যা আছে জন অরণ্যে, অরণ্যে
সবই আমাদেরই জন্যে
সবই আমাদেরই জন্যে

সবেতে দুনিয়ার আমাদের অধিকার
যা আছে জন অরণ্যে
সবই আমাদেরই জন্যে (I mean it)
সবই আমাদেরই জন্যে

এই ভীড়, এই কোলাহল, ইমারত বহুতল
এই হাসি, এই চোখের জল, কার জন্যে যেন কী!
এই ভীড়, এই কোলাহল, ইমারত বহুতল
এই হাসি, এই চোখের জল, কার জন্যে যেন কী!
এ আশাশ, এ প্রান্তর, স্বপ্নের তেপান্তর
Monument বা কুঁড়েঘর, কার জন্যে যেন কী!

ওই যে Cielo গাড়ি, কি, ভাবছো বাড়াবাড়ি?
যেও না, যেও না, ওগো কন্যে
এসব আমাদেরই জন্যে (আরে, হ্যাঁ!)
এসব আমাদেরই জন্যে

কলকাতার কলতান, জীবনমুখী গান
বিতর্ক টানটান, কার জন্যে যেন কী!
কলকাতার কলতান, জীবনমুখী গান
বিতর্ক টানটান, কার জন্যে যেন কী!
ক্লিনটন বা চার্চিল, খুনী সে এপ্রিল
নন্দন না বাস্তিল, কার জন্যে যেন কী!

এতকিছু শুনেও যদি সংশয় না ছাড়ে গদি
এতকিছু শুনেও যদি সংশয় না ছাড়ে গদি
হও তুমি বৃথাই হন্যে
এসব আমাদেরই জন্যে (বুঝলে, কন্যে?)
এসব আমাদেরই জন্যে

সবেতে এ দুনিয়ার আমাদের অধিকার
যা আছে জন অরণ্যে, অরণ্যে
সবই আমাদেরই জন্যে (আপনি কী বলেন?)
সবই আমাদেরই জন্যে
সবই আমাদেরই জন্যে



Credits
Writer(s): Nachiketa Chakraborty, Madhu Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link