Keno Prahar Na Jete

কেন প্রহর না যেতে
মরমের বীণা বাজে
কেন প্রহর না যেতে
মরমের বীণা বাজে
কেন মল্লিকাবনে
মুকুল ঝরে গো লাজে
মরমের বীণা বাজে
কেন প্রহর না যেতে

কেন দু'টি আঁখিকোণে লেখা
বিদায়ের লিপিরেখা
কেন দু'টি আঁখিকোণে লেখা
বিদায়ের লিপিরেখা
ভীরু শপথে মিনতি ধরানো
ভীরু শপথে মিনতি ধরানো
এই স্বর্ণালী সাঁঝে
মরমের বীণা বাজে

কেন প্রহর না যেতে

তবু মধুকের পাখা ইন্দ্রধনু
স্বপন ছড়ালো ওই
কেন বিরহী মাধবী
পরাগ ঝরালো ওই
তবু মধুকের পাখা ইন্দ্রধনু
রাঙা বন্ধন ছিঁড়ে
সে দোসর গেল ফিরে

ভাঙা বাসরের কি যে ব্যথা হায়
ভাঙা বাসরের কি যে ব্যথা হায়
বুঝি তবু বুঝি না যে
মরমের বীণা বাজে

কেন প্রহর না যেতে
মরমের বীণা বাজে
কেন মল্লিকাবনে
মুকুল ঝরে গো লাজে
মরমের বীণা বাজে
কেন প্রহর না যেতে



Credits
Writer(s): Dilip Sarkar, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link