Pranami - Recitation

দেখেছি তোমার নামে সবার প্রথমে
শ্রাবণে ধানের শিসে দুধটুকু জমে
তোমারি তো নামে
বৈশাখে আখের খেতে যত মধু নামে
তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক
কোথায় মাটির স্বপ্নে শিলীভূত পঁচিশে বৈশাখ
কোথায় আকাশে বাজে সোনার সরোদ
পঁচিশে বৈশাখী ভোর গলে হয় গিনিসোনা-রোদ

তুমি তো বনস্পতি তোমার পায়েতে থরে থরে
অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে
তুমি এক অবাক মৌচাক
কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক

তোমার ছন্দের নদী জমা হত যদি
পৃথিবীতে হত মহাসমুদ্র-বলয়
ঝুরঝুরে গানের মাটি জমে জমে হত
আর এক নতুন হিমালয়

আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায়
ছড়ানো তোমার প্রিয়নাম
তোমার পায়ের পাতা সবখানে পাতা
কোনখানে রাখব প্রণাম



Credits
Writer(s): Dinesh Das, Arun Kalyan Sen
Lyrics powered by www.musixmatch.com

Link