Phuriye Jaoya Diner Anchal

ফুরিয়ে যাওয়া দিনের আঁচল ধরে
আসলো নেমে সাঁঝের অন্ধকার
আধেক খোলা দ্বারের আড়াল থেকে
ভালোবাসার প্রদীপ যেন ধরলো তুলে কেউ
দেখা গেল দু'টি নয়ন তার

শীতের শেষে নদীর বুকে যেমন করে শিউরে ওঠে চর
তেমনি করে কারো কাজল কালো চোখে আশার আলো দেখে
ঝাঁকে ঝাঁকে স্বপ্ন এলো নেমে বাঁধবে বলে ঘর
নামিয়ে নেওমা চোখের পাতার নিচে রইলো বাঁধা আমার চিরকাল

ফুরিয়ে যাওয়া দিনের আঁচল ধরে
আসলো নেমে সাঁঝের অন্ধকার
আধেক খোলা দ্বারের আড়াল থেকে
ভালোবাসার প্রদীপ যেন ধরলো তুলে কেউ
দেখা গেল দু'টি নয়ন তার

লুকিয়ে রাখা কথার মতো ফিরে আসা কোনো ব্যথার সুর
ছড়িয়ে গেল কোনো রাতের আকাশ হয়ে তোমার আঙিনায়
আজকে তোমায় নিজের থেকে করলো অনেক দূর
ফিরিয়ে নেওয়া মুখের দিকে চেয়ে হারিয়ে গেল আমার চিরকাল

ফুরিয়ে যাওয়া দিনের আঁচল ধরে
আসলো নেমে সাঁঝের অন্ধকার
আধেক খোলা দ্বারের আড়াল থেকে
ভালোবাসার প্রদীপ যেন ধরলো তুলে কেউ
দেখা গেল দু'টি নয়ন তার



Credits
Writer(s): Mukul Dutta, Amal Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link