Emon Jhar Badaler Din

এমন ঝড় বাদলের দিন
তুই ঘরে উদাসীন
ভিজতে কি আর মন চায় না?
আমি একলা ভিজে মরি
ভিজে সুখের ঘর করি
কি যে সুখ, ভিজেই দেখ না

এমন ঝড় বাদলের দিন
তুই ঘরে উদাসীন
ভিজতে কি আর মন চায় না?
আমি একলা ভিজে মরি
ভিজে সুখের ঘর করি
কি যে সুখ, ভিজেই দেখ না

মাথার ওপর মেঘ তুলেছে পেখম
যেদিকে চাই, ফুলই ফুল এখন
মাথার ওপর মেঘ তুলেছে পেখম
যেদিকে চাই, ফুলই ফুল এখন
গাছ-গাছালি হেসেই খুন, একটু দেখে যা
উদাসী এই ঘর তোকে কিছুই দেবে না

এমন ঝড় বাদলের দিন
তুই ঘরে উদাসীন
ভিজতে কি আর মন চায় না?

বরং মনের মেঘ কাটিয়ে দেবে আকাশী মেঘদূত
মেঘের ফাঁকে হটাৎ রোদ দেখবি সে কি সুখ
মনের মেঘ কাটিয়ে দেবে আকাশী মেঘদূত

জানি মন বলছে বাইরে চলে যা
ভেতর থেকে টানছে কে তোর পা?
মন বলছে বাইরে চলে যা
ভেতর থেকে টানছে কে তোর পা?
তোর দোলাতে আমার দোলা বৃষ্টি ভুলিস না
উদাসী এই ঘর তোকে কিছুই দেবে না

এমন ঝড় বাদলের দিন
তুই ঘরে উদাসীন
ভিজতে কি আর মন চায় না?
আমি একলা ভিজে মরি
ভিজে সুখের ঘর করি
কি যে সুখ, ভিজেই দেখ না



Credits
Writer(s): Samir Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link