Astarager Kabita - Recitation

আমার ছেলে অ্যামেরিকায় থাকে
আমার মেয়ে থাকে বার্সেলোনা
জামাই আমার multi-national এ
আমার কোনো অভাব তো ছিল না

সকাল হতো শিউলি ফুলে ফুলে
সন্ধ্যে হতো প্রদীপ-জ্বলা শাঁখে
গুনগুনিয়ে রবীন্দ্র গান গাওয়া
টুকিটাকি কাজের ফাঁকে ফাঁকে

আমার বর ছিল IPS-এ
সারাজীবন এদেশ-বিদেশ যাওয়া
সব পেয়েছি; শাড়ি, গয়না, গাড়ি
এক জীবনে যা মানুষের চাওয়া

প্রেমও ছিল, প্রেমিক ছিল phone-এ
মাঝে মাঝে party ও বন্ধুরা
সবার জন্যে আমার অহংকার
আমিই তো সব, আমার জন্যে তারা

এখন আমার অস্তরাগে থাকা
ব্যস্ততা নেই, একটানা দিনরাত
অপেক্ষাতে অপেক্ষাতে একা
নিঃস্ব এখন হারিয়ে রাজ্যপাট

তিনি কবে, কেউ কাছে নেই আর
নাতি-নাতনি কোথায় যেন থাকে
এ আশ্রমে হলুদ রঙা আলো
হাত রাখে আজ সাদা চুলের ফাঁকে

এখন আমার কোনো দুঃখ নেই
একটুখানি ঘুমোতে চাই সুখে
ও নদীজল, তুমিই আমার মা
তেষ্টা পেলে জল দিয়ো এই মুখে
ও মাটি মা, আমি তোমার মেয়ে
শেষের দিনে হাত রেখো এই বুকে



Credits
Writer(s): Ramchandra Pal
Lyrics powered by www.musixmatch.com

Link