Ankhi Duti Jhore Hay

আঁখি দুটি ঝরে-
আঁখি দুটি ঝরে হায়, একা জেগে থাকি
আমি একা জেগে থাকি
আঁখি দুটি ঝরে হায়, একা জেগে থাকি
রুধিরে রাঙানো আমি তির-বেঁধা পাখি
একা জেগে থাকি

"কোথায় সে প্রিয়?" ঝরা মালা কেঁদে কয়
"যারে দিনু সব কিছু সে কি মোর নয়?"
"হায় এ কী পরাজয়!"
হাসির আড়ালে মোর বেদনা যে ঢাকি

রুধিরে রাঙানো আমি তির-বেঁধা পাখি
একা জেগে থাকি

পল্লবে জাগে ওই মর্মর সুর-
যে প্রিয় ছিল কাছে সে তো হলো দূর
বাসর জাগায়ে তারে আজও পিছু ডাকি

রুধিরে রাঙানো আমি তির-বেঁধা পাখি
একা জেগে থাকি

এই বাঁশি আজ ভুলে গেছে গান
বাঁশি ভুলে গেছে গান
অনুরাগ হলো তাই যেন অভিমান-
হলো যেন অভিমান-
নিভে গেছে দীপ, তবু রাত আছে বাকি

রুধিরে রাঙানো আমি তির-বেঁধা পাখি
একা জেগে থাকি
আঁখি দুটি ঝরে হায়, একা জেগে থাকি
রুধিরে রাঙানো আমি তির-বেঁধা পাখি
একা জেগে থাকি



Credits
Writer(s): Sachin Dev Burman, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link