Kichu Kichu Kotha (Female Version) [From "Flat No. 609"]

কিছু কিছু কথা রয়ে যায় একা
একাকী এ চোখে শুধু চেয়ে থাকা
তোমাকে শোনাবো বলে রেখে দেওয়া
গল্পের মোড়কে স্মৃতিদের আসা যাওয়া
তোমায় ঘিরেই আমার গল্পের শুরু আর শেষ
শুধু তুমি পারো এমন করে আমার দু'কূল ভাসাতে

তাই আজ তোমায় শোনাবো বলে রেখে দেওয়া
গল্পের মোড়কে স্মৃতিদের আসা যাওয়া
শুধু আজ তোমায় শোনাবো বলে রেখে দেওয়া
গল্পের মোড়কে স্মৃতিদের আসা যাওয়া

আঁধার মেনে নিজেই জানি রাত কেটে যাবে
জানি দেখা হবে নিজের সাথে আবার কোনো এক সকালে

তাই আজ তোমায় শোনাবো বলে রেখে দেওয়া
গল্পের মোড়কে স্মৃতিদের আসা যাওয়া
শুধু আজ তোমায় শোনাবো বলে রেখে দেওয়া
গল্পের মোড়কে স্মৃতিদের আসা যাওয়া

কিছু কিছু কথা রয়ে যায় একা
একাকী এ চোখে শুধু চেয়ে থাকা
তোমাকে শোনাবো বলে রেখে দেওয়া
গল্পের মোড়কে স্মৃতিদের আসা যাওয়া

কিছু কিছু কথা...



Credits
Writer(s): Ratul Shankar
Lyrics powered by www.musixmatch.com

Link