Kine De Reshmi

হ্যাঁগা, মেলায় যাবে নাকি?
হ্যাঁ, যামু, কী কিনা দিবা?
যা কইবা তাই
সত্যি?
হ্যাঁ, সত্যি

হা! কিনে দে রেশমি চুড়ি
নইলে যাব বাপের বাড়ি
দিবি বলে কাল কাটালি
জানি তোর জারিজুরি

কিনে দে রেশমি চুড়ি
নইলে যাব বাপের বাড়ি
দিবি বলে কাল কাটালি
জানি তোর জারিজুরি

গতবার বলেছিলি
মেলাতে নিয়ে যাবি
শাড়ি না দিয়ে আমায়
খাওয়ালি ছোলামুড়ি

কিনে দে রেশমি চুড়ি
নইলে যাব বাপের বাড়ি
দিবি বলে কাল কাটালি
জানি তোর জারিজুরি

ও, মিছে কথায় তোর মতো কেউ নেই রে আর
তোর তুলনা পাওয়া জগতে যে ভার
মিছে কথায় তোর মতো কেউ নেই রে আর
তোর তুলনা পাওয়া জগতে যে ভার

ভালো মানুষ পেয়ে আমায়
ভোলালি কী ছলনায়
এবারে ভুলব না তো
যত করিস ছলচাতুরী

কিনে দে রেশমি চুড়ি
নইলে যাবো বাপের বাড়ি
দিবি বলে কাল কাটালি
জানি তোর জারিজুরি

আরে, টাকা যদি না থাকে তো না দিবি
হাত ধরে আমায় আপন করে নিবি
টাকা যদি না থাকে তো না দিবি
হাত ধরে আমায় আপন করে নিবি

আমি জ্বালাতে তোকে
বলেছি কত বকে
জানিস প্রেম কমবে না তো
যত হই বুড়োবুড়ি

কিনে দে রেশমি চুড়ি
নইলে যাব বাপের বাড়ি
দিবি বলে কাল কাটালি
জানি তোর জারিজুরি

জানি তোর জারিজুরি
ও, জানি তোর জারিজুরি



Credits
Writer(s): Rahul Dev Burman
Lyrics powered by www.musixmatch.com

Link