Tomari Chalar Pathe

ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা

ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা

তাই নিয়ে তুমি আমায় করো ঋণী
এটুকু আশা

ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা

আমারই জীবনে ওগো মোর বন্ধু
আছে শুধু তোমারি দান
হয়তো কখনও না পাওয়ার বেদনায়
হয়েছিল কিছু অভিমান

আমারই জীবনে ওগো মোর বন্ধু
আছে শুধু তোমারি দান
হয়তো কখনও না পাওয়ার বেদনায়
হয়েছিল কিছু অভিমান

সুর ছিল প্রাণে দিয়ে দিলে তুমি
প্রাণেরই ভাষা

ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা

হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি
ভুলতে কি পারব তোমায়!
তাই তো এসেছি আজকে তোমাকে
নীরবে জানাতে বিদায়

হয়তো কোনোদিন ভুলে যাবে তুমি
ভুলতে কি পারব তোমায়!
তাই তো এসেছি আজকে তোমাকে
নীরবে জানাতে বিদায়

এমনি করে চলে জীবনে-মরণে
যাওয়া-আসা

ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা

তাই নিয়ে তুমি আমায় করো ঋণী
এটুকু আশা

ও তোমারি চলার পথে
দিয়ে যেতে চাই আমি
একটু আমার ভালোবাসা



Credits
Writer(s): R D Burman, Swapan Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link