Mon Majhi Re

মন মাঝি রে তোর খেয়াতে তুই
দিলি যে পাল তুলে

ও মন মাঝিরে তোর খেয়াতে তুই
দিলি যে পাল তুলে
যাবি রে ভেসে কে জানে কোন কূলে
যাবি রে ভেসে কে জানে কোন কূলে

হারালো তোর সুখের সাথী
ঘনিয়ে এলো দুঃখের রাতি
হারালো তোর সুখের সাথী
ঘনিয়ে এলো দুঃখের রাতি
ওরে মাঝি রে তুই ভালোবেসে কাঁটাই পেলি ফুলে

যাবি রে ভেসে কে জানে কোন কূলে
যাবি রে ভেসে কে জানে কোন কূলে

ও আসেই যদি তুফান ভারি
দিতেই হবে তবু পাড়ি
আসেই যদি তুফান ভারি
ও দিতেই হবে তবু পাড়ি
ওরে মাঝি রে তুই পাড়ের মায়ায় থাকিস না আর ভুলে

যাবি রে ভেসে কে জানে কোন কূলে
যাবি রে ভেসে কে জানে কোন কূলে

ও জীবন সে তো নদীর গড়ান
আগুন বিনেই পোড়ে পরান
জীবন সে তো নদীর গড়ান
আগুন বিনেই পোড়ে পরান
ওরে মাঝি রে বল ভয় কেন তোর
ঢেউয়ের দোলায় দুলে

যাবি রে ভেসে কে জানে কোন কূলে
যাবি রে ভেসে কে জানে কোন কূলে

মন মাঝি রে তোর খেয়াতে তুই
দিলি যে পাল তুলে
যাবি রে ভেসে কে জানে কোন কূলে
যাবি রে ভেসে কে জানে কোন কূলে



Credits
Writer(s): Gulzar, R.d. Burman
Lyrics powered by www.musixmatch.com

Link