Sandhya Hoy

সন্ধ্যা হয়
চারিদিকে শান্ত নীরবতা
সন্ধ্যা হয়
চারিদিকে শান্ত নীরবতা
সন্ধ্যা হয়

খড় মুখে নিয়ে এক শালিখ যেতেছে উড়ে চুপে
গরুর গাড়িটি যায় মেঠো পথ বেয়ে ধীরে ধীরে
খড় মুখে নিয়ে এক শালিখ যেতেছে উড়ে চুপে
গরুর গাড়িটি যায় মেঠো পথ বেয়ে ধীরে ধীরে
আঙিনা ভরিয়া আছে সোনালি খড়ের ঘন স্তুপে

সন্ধ্যা হয়
চারিদিকে শান্ত নীরবতা
সন্ধ্যা হয়

পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে
পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে
পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে
পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে
পৃথিবীর সব প্রেম আমাদের দু'জনার মনে
পৃথিবীর সব প্রেম আমাদের দু'জনার মনে
আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে
আকাশে আকাশে

সন্ধ্যা হয়
চারিদিকে শান্ত নীরবতা



Credits
Writer(s): Jibananda Das, Samir Kr. Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link