Durer Bandhu Surer Dutire

দূরের বন্ধু সুরের দূতীরে
পাঠালো তোমার ঘরে
দূরের বন্ধু
মিলনবীণা যে হৃদয়ের মাঝে
বাজে তব অগোচরে
দূরের বন্ধু

মনের কথাটি গোপনে গোপনে
বাতাসে বাতাসে
ভেসে আসে মনে
বনে উপবনে
বকুলশাখার চঞ্চলতায়
মর্মরে মর্মরে

দূরের বন্ধু

পুষ্পমালার পরশপুলক পেয়েছ বক্ষতলে
রাখো তুমি তারে সিক্ত করিয়া সুখের অশ্রুজলে
ধরো সাহানাতে মিলনের পালা
সাজাও যতনে বরণের ডালা
মালতীর মালা
অঞ্চলে ঢেকে কনকপ্রদীপ
আনো, আনো তার পথ-'পরে

দূরের বন্ধু সুরের দূতীরে
পাঠালো তোমার ঘরে
দূরের বন্ধু



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link