Duti Pakhi Duti Teere

দু'টি পাখি দু'টি তীরে
মাঝে নদী বহে ধীরে
দু'টি পাখি দু'টি তীরে
মাঝে নদী বহে ধীরে

একই তরু শাখা 'পরে
ছিল বাঁধা লীলা ভরে
একই তরু শাখা 'পরে
ছিল বাঁধা লীলা ভরে
অজানা সে কোন ঝড়ে
ভেঙে নিলো বাসাটিরে
অজানা সে কোন ঝড়ে
ভেঙে নিলো বাসাটিরে

দু'টি পাখি দু'টি তীরে
মাঝে নদী বহে ধীরে

বিধাতার আভিশাপ
নিয়তির হলো জয়
ছিঁড়িলো বীণার তার
মুছে গেল পরিচয়
বিধাতার আভিশাপ
নিয়তির হলো জয়
ছিঁড়িলো বীণার তার
মুছে গেল পরিচয়

ছিল যেথা আলো-হাসি
ফুলদল মধু বাঁশি
ছিল যেথা আলো-হাসি
ফুলদল মধু বাঁশি
আজি সেথা কিছু নাহি
বায়ু কেঁদে যায় ধীরে

দু'টি পাখি দু'টি তীরে
মাঝে নদী বহে ধীরে
দু'টি পাখি দু'টি তীরে
মাঝে নদী বহে ধীরে



Credits
Writer(s): Kamal Dasgupta, Giren Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link