Jare Ja Ure Rajar Kumar, Pt. 1

যা রে যা উড়ে রাজার কুমার পক্ষীরাজে
যা রে সাত সমুদ্দুরে তেপান্তরে যা ঘুরে
যা রে যা উড়ে রাজার কুমার পক্ষীরাজে
যা রে সাত সমুদ্দুরে তেপান্তরে যা ঘুরে

কোন অচিনপুরীতে রাজকুমারী
রাজার মহলে হাজার দুয়ারী

ঝিকিমিকি ঝিকিমিকি ঝলকায় তরবারি
রাজকুমারীর মহল নিঃঝুম
দু'চোখে যে তার মায়া-ঘুম
কে সোনার কাঠি দিয়ে
কে সে ঘুম ভাঙিয়ে
কে যাবে তারে নিয়ে

যা রে যা উড়ে রাজার কুমার পক্ষীরাজে
যা রে সাত সমুদ্দুরে তেপান্তরে যা ঘুরে

সেই বন্দিনী তার প্রাণভোমরা
পাতালপুরীতে বন্ধ করা

গুনগুন গুনগুন সেই সুর যায় না ধরা
এক দৈত্য জেগে দেয় পাহারা
জ্বলে চোখ যেন আগুন-তারা
তুই তারে বন্দী করে
নিয়ে আয় রে ফন্দি করে
রাজকন্যা সঙ্গী করে

যা রে যা উড়ে রাজার কুমার পক্ষীরাজে
যা রে সাত সমুদ্দুরে তেপান্তরে যা ঘুরে
যা রে যা উড়ে রাজার কুমার পক্ষীরাজে
যা রে সাত সমুদ্দুরে তেপান্তরে যা ঘুরে



Credits
Writer(s): Sudhin Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link