Bimane Bimane

বিমানে বিমানে
আলোকের গানে জাগিল ধ্বনি
বিমানে বিমানে

তব বীণাতারে
সে সুর বিহারে কি জাগরণী

বিমানে বিমানে

অরুণ রবি যে নিখিল রাঙালো
অরুণ রবি যে নিখিল রাঙালো
পূর্বাচলে তন্দ্রা ভাঙালো

রাঙা হিল্লোলে
ধরণী যে দোলে
রাঙা হিল্লোলে
ধরণী যে দোলে নূপুর রনি

বিমানে বিমানে



Credits
Writer(s): Pankaj Mullick, Bani Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link