Amay Kajal Karo

আমায় কাজল করো
আমায় কাজল করো
তোমার কালো চোখের নিচে আমায় পরো
তোমার কালো চোখের নিচে আমায় পরো

আমায় কাজল করো
আমায় কাজল করো
তোমার কালো চোখের নিচে আমায় পরো
তোমার কালো চোখের নিচে আমায় পরো

আমায় কাজল করো
আমায় কাজল করো

আমি মতি-মালা হতে রাজি
কণ্ঠে তোমার তুমি রাখো যদি আমাকে আজি
আমি মতি-মালা হতে রাজি
কণ্ঠে তোমার তুমি রাখো যদি আমাকে আজি

বাতাস এখনই হতে যে পারি
আঁচল তোমার যদি ওড়ে একবার, একবার

আমায় কাজল করো
আমায় কাজল করো
তোমার কালো চোখের নিচে আমায় পরো
তোমার কালো চোখের নিচে আমায় পরো

আমায় কাজল করো
আমায় কাজল করো

যদি লাল রঙ চাও গো ঠোটে
আমার অনুরাগ যেন রাঙা হয়ে অধরে ফোটে
যদি লাল রঙ চাও গো ঠোটে
আমার অনুরাগ যেন রাঙা হয়ে অধরে ফোটে

স্বপ্ন আমি হতে যে রাজি
শেষ রাতে যদি তুমি দেখো একবার, একবার

আমায় কাজল করো
আমায় কাজল করো
তোমার কালো চোখের নিচে আমায় পরো
তোমার কালো চোখের নিচে আমায় পরো

আমায় কাজল করো
আমায় কাজল করো
তোমার কালো চোখের নিচে আমায় পরো
তোমার কালো চোখের নিচে আমায় পরো

আমায় কাজল করো
আমায় কাজল করো



Credits
Writer(s): Pulak Banerjee, Anjan Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link