Jiboner Ekta Ekta Din

জীবনের একটা একটা দিন
ক্রমশই যে সরে যায়
রং ঝরে যায়, মন ভেঙে যায়
কত আপনার জন হারাই
শত খুঁজলেও খুঁজে না পাই

জীবনের একটা একটা দিন
ক্রমশই যে সরে যায়
রং ঝরে যায়, মন ভেঙে যায়
কত আপনার জন হারাই
শত খুঁজলেও খুঁজে না পাই

সেদিনের মুগ্ধতা, প্রেমের পৃথিবীটা
আজ কেন নেই চোখে?
সহানুভূতি মাখা আশ্বাসে ভরা হাত
ছেড়ে যে কখন গেল আমাকে

সময়ের চাকেতে পুরোনো আমি ভিড়ে
আজকের আমি হয়ে যাই
জীবনের রং বদলাই
জীবনের রং বদলাই

জীবনের একটা একটা দিন
ক্রমশই যে সরে যায়
রং ঝরে যায়, মন ভেঙে যায়
কত আপনার জন হারাই
শত খুঁজলেও খুঁজে না পাই

কত শত চেনা মুখ ভিড় করে আসে বুকে
বেদনাভরা সে স্মৃতি
পাবো না তো ফিরে আর, যত করি হাহাকার
পুরোনো দিনের সে ছবি

নানান জীবনপালা রঙ্গমঞ্চ এক
নট-নটী শুধু বদলায়
সময়ের গাড়ি চলে যায়
সময়ের গাড়ি চলে যায়

জীবনের একটা একটা দিন
ক্রমশই যে সরে যায়
রং ঝরে যায়, মন ভেঙে যায়
কত আপনার জন হারাই
শত খুঁজলেও খুঁজে না পাই

জীবনের একটা একটা দিন
ক্রমশই যে সরে যায়
রং ঝরে যায়, মন ভেঙে যায়
কত আপনার জন হারাই
শত খুঁজলেও খুঁজে না পাই



Credits
Writer(s): Susmita Goswami
Lyrics powered by www.musixmatch.com

Link