It's A Game

বন-বন পৃথিবীটা ঘুরছে ঘুরছে
শুধু চলছে নানান রঙে খেলা
বন-বন পৃথিবীটা ঘুরছে ঘুরছে
শুধু চলছে নানান রঙে খেলা

Trapeze-এর সরু তারে হয়তো দুলছে কেউ
রাজনীতি, পাশা, কারো জনসমুদ্রে ঢেউ
লক্ষ্য তো একটাই, ভাগ্য মুঠোতে চাই
ছুটছে সবাই সারাবেলা

জিতে গেলে "hip hip hooray!" শুনবে তুমি
হেরে গেলে "shame, shame"

It's a game, it's a game, it's a game
It's a game, it's a game, it's a game

বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে
পরাজিতরাই পাপী এখানে
রাম যদি হেরে যেত, রামায়ণ লেখা হত
রাবণ দেবতা হত সেখানে

বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে
পরাজিতরাই পাপী এখানে
রাম যদি হেরে যেত, রামায়ণ লেখা হত
রাবণ দেবতা হত সেখানে

কেন পথ নিয়ে মাথাব্যথা?
কেন পথ নিয়ে মাথাব্যথা, জেতাটাই বড়ো কথা
হেরে গেলে "shame, shame"

It's a game, it's a game, it's a game
It's a game, it's a game, it's a game

ভালোবাসা আসলেতে একটা চুক্তি
জেনো অনুভূতি টনুভূতি মিথ্যে
কেউ দেবে নিরাপত্তা, কেউ বিশ্বাস
আসলে সবাই চায় জিততে

ভালোবাসা আসলেতে একটা চুক্তি
জেনো অনুভূতি টনুভূতি মিথ্যে
কেউ দেবে নিরাপত্তা, কেউ বিশ্বাস
আসলে সবাই চায় জিততে

ভালোবাসা?
ভালোবাসা আসলেতে পিটুইটারি'র খেলা
আমরা, বোকারা বলি প্রেম

It's a game, it's a game, it's a game
It's a game, it's a game, it's a game

It's a game, it's a game, it's a game
It's a game, it's a game, it's a game
It's a game, it's a game, it's a game
It's a game, it's a game, it's a game
It's a game, it's a game, it's a game



Credits
Writer(s): Nachiketa Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link