Jhapsa Hoye Aschhe

ঝাপসা হয়ে আসছে ক্রমে
সেই আঁখি, তোর সেই আঁখি
পলক পলক টানত পুলক
আজকে সে হায় দেয় ফাঁকি

ঝাপসা হয়ে আসছে ক্রমে
সেই আঁখি, তোর সেই আঁখি
পলক পলক টানত পুলক
আজকে সে হায় দেয় ফাঁকি

শৈশবে সেই কাজলমাখা
মায়ের স্নেহের চুমায় আঁকা
চাঁদকে দেখা, চাঁদকে ডাকা
আরকি মনে নাই না কি?

ঝাপসা হয়ে আসছে ক্রমে
সেই আঁখি, তোর সেই আঁখি
পলক পলক টানত পুলক
আজকে সে হায় দেয় ফাঁকি

এরাই কি সেই চপল আঁখি, সেই বিজলি জল ভরা?
প্রেমের দেশের পান্থপাদপ, শিখলে কোথায় ছল করা?
এরাই কি সেই চপল আঁখি, সেই বিজলি জল ভরা?
প্রেমের দেশের পান্থপাদপ, শিখলে কোথায় ছল করা?

সেই যে শুভ দৃষ্টিকরে আনলে পীযূষ বুকটি ভরে
কান্না-হাসির ইন্দ্রধনু আঁধার মেঘে যায় ঢাকি

ঝাপসা হয়ে আসছে ক্রমে
সেই আঁখি, তোর সেই আঁখি
পলক পলক টানত পুলক
আজকে সে হায় দেয় ফাঁকি

এরাই কি সেই টানত মধু ফোটার আগে ফুল থেকে?
দূর সাগরের কনকতরি দেখতে পেত কূল থেকে?
এরাই কি সেই টানত মধু ফোটার আগে ফুল থেকে?
দূর সাগরের কনকতরি দেখতে পেত কূল থেকে?
বিনা তারের খপর দিয়ে নিত চাঁদের পীযূষ পিয়ে
ছায়াছবির নাচের গৃহ আঁধার হতে নাই বাকি

এ নয়তো সে তমাল ছায়া, এ নয়তো সে মেঘ করা
কালিন্দীর এই কালোর লহর ভাসিয়ে নেওয়ার বেগ ভরা
এ নয়তো সে তমাল ছায়া, এ নয়তো সে মেঘ করা
কালিন্দীর এই কালোর লহর ভাসিয়ে নেওয়ার বেগ ভরা

ওই ছায়া হায় মায়ার ছলে কমলকে হায় মরতে বলে
সামনে ঝিঙার ফুল ফুটেছে, যায় ডুবে যায় ওই চাকি

ঝাপসা হয়ে আসছে ক্রমে
সেই আঁখি, তোর সেই আঁখি
পলক পলক টানত পুলক
আজকে সে হায় দেয় ফাঁকি

ঝাপসা হয়ে আসছে ক্রমে
সেই আঁখি, তোর সেই আঁখি
পলক পলক টানত পুলক
আজকে সে হায় দেয় ফাঁকি



Credits
Writer(s): Hemant Kumar Mukherjee, Kumud Ranjan Mallick
Lyrics powered by www.musixmatch.com

Link