Pablor, Pt. 1

ফুল পাখি চাঁদ
বিলকুল বাদ
ইমোশন মাখো মাখো
নিজের পকেটে রাখো
ন্যাকা কথা ন্যাকা সুর ন্যাকা ন্যাকা গান
দিতে পারবো না গুরু জনতা যা চায়
যতই বলো না বস পাবলিক খাবে
গান হবে হিট আর অ্যাওয়ার্ড পাবে
আমি গাইবো প্যাশনেট লাভ সং
যাতে নেই ন্যাকামি নেই কোনো ঢং
ফুল পাখি চাঁদ
বিলকুল বাদ
ইমোশন মাখো মাখো
নিজের পকেটে রাখো
ন্যাকা কথা ন্যাকা সুর ন্যাকা ন্যাকা গান
দিতে পারবো না গুরু জনতা যা চায়
আমাদের গান নাকি আবোল তাবোল
চিৎকার চেঁচামেচি পাগল পাগল
আগেকার মতো নাকি আর গান হয় না
রক ভেতো বাঙালির পেটে সয় না
মাখো মাখো কথা
বলি না অযথা
তোমাকে চাই চাই শরীর প্রেম
তাই ফুল পরীর দেশে
আজ অবশেষে
নিজেই অশরীরী সেটাই প্রবলেম



Credits
Writer(s): Anik Datta, Raja Narayan Deb
Lyrics powered by www.musixmatch.com

Link