Amar Swapno Tumi

আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী
আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী
তুমি সূর্য ওঠা ভোর আমার
আর তারায় ভরা রাতি
আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী

আমি তোমার ছায়া
তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া
তোমায় কাছে পেয়ে
পৃথিবী তে কে আর সুখী বলো আমার চেয়ে
আমি তোমার ছায়া
তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া
তোমায় কাছে পেয়ে
পৃথিবী তে কে আর সুখী বলো আমার চেয়ে
তোমায় কাছে পেয়ে
হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাতি
আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী

তুমি ছেড়োনা হাত পথে যদি আঁধার আসে নেমে
গ্রহণ যত করো আমায় ততোই বাঁধো প্রেমে
তুমি ছেড়োনা হাত পথে যদি আঁধার আসে নেমে
গ্রহণ যত করো আমায় ততোই বাঁধো প্রেমে
পাশে আমার থাকো
জীবন টাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো
পাশে আমার থাকো
তোমার পূজায় দুঃখ সুখের
প্রেমের মালা গাঁথি
আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী
তুমি সূর্য ওঠা ভোর আমার
আর তারায় ভরা রাতি
হুম হুম হুম ...



Credits
Writer(s): Indraadip Dasgupta, Gauriprasanna Mazumder
Lyrics powered by www.musixmatch.com

Link