Adhunika

ভক্তি, যুক্তি, তুমি বাঁচার শক্তি
ভক্তি, যুক্তি, তুমি বাঁচার শক্তি
দীপ্ত বিশ্বাস, দৃঢ় আশ্বাস, প্রাণে স্পন্দন হৈমবতী
দীপ্ত বিশ্বাস, দৃঢ় আশ্বাস, প্রাণে স্পন্দন হৈমবতী
শত কমল অর্পণ তোমায়
শত কমল অর্পণ তোমায়
অঙ্গীকার আগমনী

ভক্তি, যুক্তি, তুমি বাঁচার শক্তি

জাগো, জাগো, জাগো গৌরী
দশপ্রহরণধারিণী
সুবুদ্ধির বিকাশ জাগো
প্রতিরোধে ঝাঁসির রানী

জাগো, জাগো, জাগো গৌরী
দশপ্রহরণধারিণী
সুবুদ্ধির বিকাশ জাগো
প্রতিরোধে ঝাঁসির রানী

জাগো মা জাগো, জাগো মা জাগো
আধুনিকা কন্যারূপী
জাগো মা জাগো, জাগো মা জাগো
আধুনিকা কন্যারূপী

অদিতি জাগো, উমা জাগো
মানসিকতার অন্তরে
অদিতি জাগো, উমা জাগো
মানসিকতার অন্তরে

দশেরাবরণ, রাবণনিধন
মনের রাবণ পুড়লো কই?
দশেরাবরণ, রাবণনিধন
মনের রাবণ পুড়লো কই?

পণের লোভের ব্যভিচারী
ভ্রূণহত্যার কাণ্ডারী
পণের লোভের ব্যভিচারী
ভ্রূণহত্যার কাণ্ডারী

ওরে অদিতি জন্মের machine
ওরে অদিতি জন্মের machine
কালো মুখোশ সরিয়ে দে
কালো মুখোশ সরিয়ে দে
নদীর পথ চিনিয়ে দে

জাগো মা জাগো, জাগো মা জাগো
আধুনিকা কন্যারূপী
জাগো মা জাগো, জাগো মা জাগো
আধুনিকা কন্যারূপী

অদিতি জাগো, উমা জাগো
মানসিকতার অন্তরে
অদিতি জাগো, উমা জাগো
মানসিকতার অন্তরে

মানসিকতার অন্তরে
মানসিকতার অন্তরে



Credits
Writer(s): Sadhan Adhikari
Lyrics powered by www.musixmatch.com

Link