Bagh Bandi Khela Theme

সিনেমা মানে, অ্যাকশেন শুরু
ভিলেনের আক্কেলগুড়ুম
তুরুপের তাস টা, হিরোর কাছে
হিরোইনের নেই ঘুম
কিছু গল্প গুনে রাখা
কিছু স্বপ্ন বুনে রাখা
রূপোলী তারার মেলায় .
বাঘ বন্দি খেলা, বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা ও.
বাঘ বন্দি খেলা, বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা ও.

সিনেমা মানে, দমফাটা হাসি
আট থেকে আশি হাসুন
শেষ হাসিটা, হিরো হাসবে
ভিলেনের মুখ খোলে চুন
নেই কারোর হাসতে মানা
কতো ইচ্ছে নাম না জানা
মায়াবী আলোর ভেলায় .
বাঘ বন্দি খেলা, বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা ও.
বাঘ বন্দি খেলা, বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা ও.

সিনেমা মানে, ভরপুর ড্রামা
নেভে না মনের আগুন
রোজকার জীবনে, লাল-নীল টুকরো
ফেরারি রঙের ফাগুন
ছোটো ছোটো চাওয়া পাওয়া
কত স্মৃতি ভুলে যাওয়া
সিনেমা মনে করায় .
বাঘ বন্দি খেলা, বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা ও.
বাঘ বন্দি খেলা, বাঘ বন্দি খেলা
বাঘ বন্দি খেলা ও.



Credits
Writer(s): Jeet Ganguly, Ritam Sen
Lyrics powered by www.musixmatch.com

Link