Ashar Chhalane Bhuli

আশার ছলনে ভুলি কী ফল লভিনু, হায়
তাই ভাবি মনে?
জীবন-প্রবাহ বহি কাল-সিন্ধু পানে যায়
ফিরাব কেমনে?
আশার ছলনে ভুলি

দিন দিন আয়ুহীন হীনবল দিন দিন
তবু এ আশার নেশা ছুটিল না? এ কি দায়!
আশার ছলনে ভুলি

নিশার স্বপন-সুখে সুখী যে কী সুখ তার?
জাগে সে কাঁদিতে
ক্ষণপ্রভা প্রভা দানে বাড়ায় মাত্র আঁধার
পথিকে ধাঁদিতে

মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষাক্লেশে
এ তিনের ছল সম ছল রে এ কু-আশার
আশার ছলনে ভুলি

বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ-অন্বেষণে
সে সাধ সাধিতে?
ক্ষত মাত্র হাত তোর মৃণাল-কণ্টকগণে
কমল তুলিতে

নারিলি হরিতে মণি, দংশিল কেবল ফণী
এ বিষম বিষজ্বালা ভুলিবি, মন,কেমনে



Credits
Writer(s): Salil Choudhury, Michael Madhusudan Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link