Ek Je Chhilo Dustu Chhele

এক যে ছিল দুষ্ট ছেলে, মায়ের কথা মানতো না
মায়ের মতো এত আপন কেউ কোথা নেই, জানতো না
এক যে ছিল দুষ্ট ছেলে, মায়ের কথা মানতো না
মায়ের মতো এত আপন কেউ কোথা নেই, জানতো না
অকালে সে পথ হারালো, গোলকধাঁধায় পা বাড়ালো
খোলা পথের মানুষ তাকে কাছেতে আর টানতো না
ফুলের মতো ছেলের দলে সে পেলো আজ সান্ত্বনা

মায়ের কথা শুনতে হবে, মাকে ভালোবাসতে হবে
বড় হবো আমরা, তবে বুড়ো হবো না
কেউ কোনোদিন মায়ের মনে দুঃখ দেবো না
মা'র অপমান কেউ কোনোদিন মেনে নেবো না
বড় হবো আমরা, তবে বুড়ো হবো না

বলো তো মায়ের ডাকে দামাল ছেলে বিপদ-বাধা দূরে ঠেলে
ঝড়ের রাতে দামোদরে সাঁতার দিলো কে?
বলো তো মায়ের ডাকে দামাল ছেলে বিপদ-বাধা দূরে ঠেলে
ঝড়ের রাতে দামোদরে সাঁতার দিলো কে?
জানি তাঁর বিদ্যাসাগর নাম, নিবাস বীরসিংহ গ্রাম

হাসিমুখে ফাঁসিকাঠে দাঁড়িয়েছিল কে?
ছোট্ট হাতেই রাজার আসন নাড়িয়েছিল কে?
বলো তো কি ছিল তার নাম?
শহীদ ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম

ছুটবো সবাই, খেলবো সবাই, দস্যি হবো, শান্ত না
শৃঙ্খলটা ভাঙবো সবাই, শৃঙ্খলা কেউ ভাঙবো না
ছুটবো সবাই, খেলবো সবাই, দস্যি হবো, শান্ত না
শৃঙ্খলটা ভাঙবো সবাই, শৃঙ্খলা কেউ ভাঙবো না

রক্ত দিয়ে শুধতে চেয়ে দেশের মায়ের ঋণ
আজাদ সেনা সাজিয়ে নিয়ে এলো সে একদিন
লিখলো কে এই নতুন ইতিহাস?
সে যে নেতাজী সুভাষ, নেতাজী সুভাষ
নেতাজী সুভাষ, নেতাজী সুভাষ

ছুটবো সবাই, খেলবো সবাই, দস্যি হবো, শান্ত না
শৃঙ্খলটা ভাঙবো সবাই, শৃঙ্খলা কেউ ভাঙবো না
ছুটবো সবাই, খেলবো সবাই, দস্যি হবো, শান্ত না
শৃঙ্খলটা ভাঙবো সবাই, শৃঙ্খলা কেউ ভাঙবো না



Credits
Writer(s): Pulak Banerjee, Amal Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link