Sankocher Bihwalata

মা, একটা কথা ছিল
পেটে না রেখে মুখে এনে ফেলো
আমি এখন বিয়ে করবো না
আর কিছু?
Evening college, পড়াতে হাজার ঝামেলা
এক-একদিন last train অব্দি miss হয়ে যায়
সারারাত ঝাঁকে ঝাঁকে মশা বড্ড কামড়ায়

বাহ! মশা কামড়ায় বলে বিয়ে করবে না!
আর যারা night duty করে?
চোর, পুলিশ, দমকল, খবরের কাগজের লোক
এদের ঘরে বউ নেই?
নাকি এরা সব শাকাহারী ব্রহ্মচারী?
না, মানে...
যখন বলবো পিঁড়িতে বসবে, মন্ত্রটি পড়ে উঠে আসবে, clear?
এখন যাও, disturb করো না
আমার...
আবার!

সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান
সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ
মুক্ত করো ভয়
আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়
মুক্ত করো ভয়
আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়

সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান
সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link