Thomke Samay Thomke, Pt. 1

থমকে সময়, থমকে হাওয়া এখন
ধূসর, ধূসর, ধূসর পৃথিবীর মন
থমকে সময়, থমকে হাওয়া এখন
ধূসর, ধূসর, ধূসর পৃথিবীর মন
কত মুখে নামে ছায়া তবু আঁধার ঘিরে মায়া
এ অবেলায় পথচলায় তার ক্লান্ত চরণ



Credits
Writer(s): Tapan Kumar Sinha
Lyrics powered by www.musixmatch.com

Link