Purano Sei Diner Katha

পুরানো সেই দিনের কথা
ভুলবে কিরে হায় ও সে চোখের দেখা
প্রাণের কথা সে কি ভোলা যায়

পুরানো সেই দিনের কথা
ভুলবে কিরে হায় ও সে চোখের দেখা
প্রাণের কথা সে কি ভোলা যায়

আয় আর একটিবার আয়রে সকাল
প্রানের মাঝে আয় মোরা সুখে দূঃখে
কথা কবো রাত জুরাবে তাই

মোরা ভোরের বেলায় ফুল তুলেছি
তুলে ছি দোলায় বাজিয়ে বাঁশি গান
গেয়েছি বকুলের তলায়

মোরা ভোরের বেলায় ফুল তুলেছি
তুলে ছি দোলায় বাজিয়ে বাঁশি গান
গেয়েছি বকুলের তলায়

আর মাঝে হোলো ছাড়া ছাড়ি
গেলেম কে কোথায় আবার দেখা যদি
হলো সকাল প্রাণের মাঝে আয়

পুরানো সেই দিনের কথা
ভুলবে কিরে হায় ও সে চোখের দেখা
প্রাণের কথা সে কি ভোলা যায়

পুরানো সেই দিনের কথা
ভুলবে কিরে হায় ও সে চোখের দেখা
প্রাণের কথা সে কি ভোলা যায়
সে কি ভোলা যায়
সে কি ভোলা যায়



Credits
Writer(s): Rabindranath Tagore, Simon Fransquet
Lyrics powered by www.musixmatch.com

Link