Jini Sakal Kajer Kaji

যিনি সকল কাজের কাজী
মোরা তাঁরি কাজের সঙ্গী
যাঁর নানা রঙের রঙ্গ
মোরা তাঁরি রসের রঙ্গী
যিনি সকল কাজের কাজী
মোরা তাঁরি কাজের সঙ্গী
যাঁর নানা রঙের রঙ্গ
মোরা তাঁরি রসের রঙ্গী
যিনি সকল কাজের কাজী

তাঁর বিপুল ছন্দে ছন্দে
মোরা যাই চলে আনন্দে
তাঁর বিপুল ছন্দে ছন্দে
মোরা যাই চলে আনন্দে
তিনি যেমনি বাজান ভেরী
মোদের তেমনি নাচের ভঙ্গি

যিনি সকল কাজের কাজী

এই জন্ম-মরণ-খেলায়
মোরা মিলি তাঁরি মেলায়
এই দুঃখসুখের জীবন মোদের
তাঁরি খেলার অঙ্গী
এই জন্ম-মরণ-খেলায়
মোরা মিলি তাঁরি মেলায়
এই দুঃখসুখের জীবন মোদের
তাঁরি খেলার অঙ্গী

ওরে ডাকেন তিনি যবে
তাঁর জলদ-মন্দ্র রবে
ওরে ডাকেন তিনি যবে
তাঁর জলদ-মন্দ্র রবে
ছুটি পথের কাঁটা পায়ে দলে
সাগর গিরি লঙ্ঘি

যিনি সকল কাজের কাজী
মোরা তাঁরি কাজের সঙ্গী
যাঁর নানা রঙের রঙ্গ
মোরা তাঁরি রসের রঙ্গী
যিনি সকল কাজের কাজী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link