Bajo Re Banshari Bajo

বাজো রে বাঁশরি, বাজো, বাজো
বাজো রে বাঁশরি, বাজো, বাজো
সুন্দরী, সুন্দরী, চন্দনমাল্যে-মাল্যে
মঙ্গলসন্ধ্যায় সাজো সাজো
বাজো রে বাঁশরি, বাজো, বাজো
বুঝি মধুফাল্গুনমাসে চঞ্চল পান্থ সে আসে
মধুকরপদভরকম্পিত চম্পক অঙ্গনে
ফোটে নি কি আজও আজও, বাজো
বাজো রে বাঁশরি, বাজো, বাজো

রক্তিম অংশুক মাথে, কিংশুককঙ্কণ হাতে
রক্তিম অংশুক মাথে, কিংশুককঙ্কণ হাতে
মঞ্জীরঝঙ্কৃত পায়ে, সৌরভমন্থর বায়ে
বন্দনসঙ্গীতগুঞ্জনমুখরিত নন্দনকুঞ্জে বিরাজো, বাজো

বাজো রে বাঁশরি, বাজো, বাজো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link