Bon Mayuri Daka Oi Akashe

বনময়ূরী ডাকা ওই আকাশে তারা ভাসে
খুশির জোয়ার আনে সুরে সুরে তাই কি
এ মন ভরে তোমার গানে

বনময়ূরী ডাকা ওই আকাশে তারা ভাসে
খুশির জোয়ার আনে

কুয়াশাঘেরা আলো-ছায়া
নয়নে আনে মধুমায়া
কুয়াশাঘেরা আলো-ছায়া
নয়নে আনে মধুমায়া

জুঁই-চাঁপা-কেতকী
তার সাড়া পেতো কী
হৃদয় যারে জানে
সুরে সুরে তাই কি
এ মন ভরে তোমার গানে

বনময়ূরী ডাকা ওই আকাশে তারা ভাসে
খুশির জোয়ার আনে

মনে হয় এ সীমা ছাড়িয়ে
মেঘের ওই পানসী বেয়ে
আকাশ-সায়রে যাই হারিয়ে

মনে হয় এ সীমা ছাড়িয়ে
মেঘের ওই পানসী বেয়ে
আকাশ-সায়রে যাই হারিয়ে

আসবে তুমি এই ক্ষণে
স্বপ্ন জাগে তাই মনে
সুর বাজে বীণাতে
এই মায়াবী রাতে
চেয়ে পথের পানে
সুরে সুরে তাই কি
এ মন ভরে তোমার গানে

বনময়ূরী ডাকা ওই আকাশে তারা ভাসে
খুশির জোয়ার আনে
বনময়ূরী ডাকা ওই আকাশে তারা ভাসে
খুশির জোয়ার আনে



Credits
Writer(s): Anal Chattopadhyay, Sailen Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link