Tabe Ki E Nishi Bhor Hobe Na

তবে কি এ নিশি ভোর হবে না?
তবে কি এ নিশি ভোর হবে না?
তবে কি এ নিশি ভোর হবে না?
তবে কি এ নিশি ভোর হবে না?

প্রজাপতি এসে যদি
প্রজাপতি এসে যদি
ফুলে ফুলে দুলে দুলে না গায় তারানা

তবে কি এ নিশি ভোর হবে না?
তবে কি এ নিশি ভোর হবে না?

কোনোদিন যদি ভুল করে
মেঘে মেঘে আকাশ থাকে ভরে
কোনোদিন যদি ভুল করে
মেঘে মেঘে আকাশ থাকে ভরে
ওই রবি ভৈরবীতে সুর সাধে না
ওই রবি ভৈরবীতে সুর সাধে না

প্রজাপতি এসে যদি
প্রজাপতি এসে যদি
ফুলে ফুলে দুলে দুলে না গায় তারানা

তবে কি এ নিশি ভোর হবে না?
তবে কি এ নিশি ভোর হবে না?

নেই কোনো মানা, তবু সে আসে না
তোলে না সে আলো বাঁশিতে মূর্ছনা
নেই কোনো মানা, তবু সে আসে না
তোলে না সে আলো বাঁশিতে মূর্ছনা

দীপ জ্বলে যদি নেভে তবে
ছেয়ে থাকে আঁধার অনুভবে
দীপ জ্বলে যদি নেভে তবে
ছেয়ে থাকে আঁধার অনুভবে
অন্তরে-প্রান্তরেতে ঘুম ভাঙে না
অন্তরে-প্রান্তরেতে ঘুম ভাঙে না

প্রজাপতি এসে যদি
প্রজাপতি এসে যদি
ফুলে ফুলে দুলে দুলে না গায় তারানা

তবে কি এ নিশি ভোর হবে না?
তবে কি এ নিশি ভোর হবে না?

প্রজাপতি এসে যদি
প্রজাপতি এসে যদি
ফুলে ফুলে দুলে দুলে না গায় তারানা

তবে কি এ নিশি ভোর হবে না?
তবে কি এ নিশি ভোর হবে না?
তবে কি এ নিশি ভোর হবে না?
তবে কি এ নিশি ভোর হবে না?



Credits
Writer(s): Dinendra Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link