Kharobayu Boy Bege

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো

শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার
শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার
বন্ধন দুর্বার সহ্য না হয় আর
টলমল করে আজ তাই ও
হাঁই মারো, মারো টান হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো

গণি গণি দিন খন চঞ্চল করি মন
বোলো না, "যাই কি নাই যাই রে"
সংশয়পারাবার অন্তরে হবে পার
উদ্বেগে তাকায়ো না বাইরে

গণি গণি দিন খন চঞ্চল করি মন
বোলো না, "যাই কি নাই যাই রে"
সংশয়পারাবার অন্তরে হবে পার
উদ্বেগে তাকায়ো না বাইরে

যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল
হোয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল
জয় জয় জয়গান গাইয়ো
হাঁই মারো, মারো টান হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো

খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো



Credits
Writer(s): . Ken, . Ohtake, Tagore Rabindranath
Lyrics powered by www.musixmatch.com

Link