Maharaja Tomarey Shelam

মহারাজা, তোমারে সেলাম
সেলাম, সেলাম, সেলাম
মোরা বাংলাদেশের থেকে এলাম
মোরা বাংলাদেশের থেকে এলাম

মোরা সাদাসিধা মাটির মানুষ
দেশে দেশে যাই
মোরা সাদাসিধা মাটির মানুষ
দেশে দেশে যাই

মোদের নিজের ভাষা ভিন্ন আর
ভাষা জানা নাই
মোদের নিজের ভাষা ভিন্ন আর
ভাষা জানা নাই
মহারাজা, রাজা মশাই

তবে জানা আছে ভাষা অন্য
তোমারে শুনায়ে ধন্য
এসেছি তাহারই জন্য, রাজা
তবে জানা আছে ভাষা অন্য
তোমারে শুনায়ে ধন্য
এসেছি তাহারই জন্য, রাজা
মহারাজ!

মোরা সেই ভাষাতেই করি গান
মোরা সেই ভাষাতেই করি গান
রাজা, শোনো ভরে মন-প্রাণ
রাজা, শোনো ভরে মন-প্রাণ

এ যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা
তালেরই ভাষা, আনন্দেরই ভাষা
সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা
তালেরই ভাষা, আনন্দেরই ভাষা

ভাষা এমন কথা বলে, বোঝে রে সকলে
এমন কথা বলে, বোঝে রে সকলে
উঁচা-নিচা, ছোট-বড় সমান
রাজা, উঁচা-নিচা, ছোট-বড় সমান

মোরা এই ভাষাতেই করি গান
মোরা এই ভাষাতেই করি গান
করি গান
মহারাজা, তোমারে সেলাম



Credits
Writer(s): Satyajit Ray
Lyrics powered by www.musixmatch.com

Link