Close Up

জানি না, বুঝি না কিসের ইশারা
কী, কী জানি, কী বলে মাঝরাতের তারা

সারাদিন দিবাস্বপ্ন, চারপাশে সাদাকালো রঙিন
জেগে ওঠে সব শিরা-উপশিরা
বেলা শেষ, পশ্চিম দিকে long shot-এ আকাশ লালে লাল
Close-up-এ শুধু তোর চোখ পাগল করা

সময় গতিহীন, কায়াহীন, reflector ঘেরা
আবছা আলেয়া, acolyte মন লাগামছাড়া

ভাটিয়ালি গাইতে পারি আমি, যদি বলিস rock গান
একঘেয়ে লাগবে না তোর, দিলাম কথা
Long shot-এ থাকবে ফিকে চাঁদ, বাকি সবকিছু বাকিরা
Close-up-এ শুধু তোর চোখ পাগল করা

এলোমেলো সব আশেপাশে
আমি দেখি, আমায় দেখে
Long shot bit short, profile, zoom-in
শুধু close-up-এ তোকে ধরা

Long shot bit short, profile, zoom-in
শুধু close-up-এ তোকে ধরা

সারাদিন দিবাস্বপ্ন, চারপাশে সাদাকালো রঙিন
জেগে ওঠে সব শিরা-উপশিরা
বেলা শেষ, পশ্চিম দিকে long shot-এ আকাশ লালে লাল
Close-up-এ শুধু তোর চোখ পাগল করা



Credits
Writer(s): Surojit Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link