Ektu Jayga Dena (From "Kidnap")

একটু জায়গা দে না
আমায় একটু জায়গা দে না
যেন তোর আদর মাখতে পারি
একটু জায়গা দে না
আমায় একটু জায়গা দে না
যেন তোর খবর রাখতে পারি
যেন তোর খবর রাখতে পারি

তোকে নিয়ে কী যে করি বুঝি না
তোকে ছাড়া কেন কিছু খুঁজি না

মনে মনে তোর নেশা নেশা ঘোর
ফিরে ফিরে তোকে চাওয়া
কাছাকাছি থাক, চোখে চোখে ডাক
এলোমেলো দিক হাওয়া

মনে মনে তোর নেশা নেশা ঘোর
ফিরে ফিরে তোকে চাওয়া
কাছাকাছি থাক, চোখে চোখে ডাক
এলোমেলো দিক হাওয়া

একটু জায়গা দে না
আমায় একটু জায়গা দে না
যেন তোর পাশে হাঁটতে পারি
যেন তোর সাথে বাঁচতে পারি

কানাকানি হোক, জানাজানি হোক
চুপিচুপি কাছে যাওয়া
হাসি হাসি মুখ, লুকোচুরি সুখ
ভালোবেসে কাছে পাওয়া

কানাকানি হোক, জানাজানি হোক
চুপিচুপি কাছে যাওয়া
হাসি হাসি মুখ, লুকোচুরি সুখ
ভালোবেসে কাছে পাওয়া

একটু জায়গা দে না
আমায় একটু জায়গা দে না
যেন তোর আদর মাখতে পারি
একটু জায়গা দে না
আমায় একটু জায়গা দে না
যেন তোর খবর রাখতে পারি
যেন তোর খবর রাখতে পারি



Credits
Writer(s): Jeet Ganguly, Ritam Sen
Lyrics powered by www.musixmatch.com

Link