Notun Porichoy - From "Network"

শহরজুড়ে আজ অভিনয়
সময় থমকে থাক অস্থির
কোণে ঠাসা পিঠ, ঘুরলে প্রলয়
নির্বাসনে থাকা মৌনতা

নিভে যায়, পুড়ে যায় গোপনে থাকা বিস্ময়
সত্যি হোক মিথ্যে সব লেখা যত আছে জমা

নির্বাক হয়ে দেখি ঘিরে অন্ধকার যা ছিল ভুলে
হাতড়ে বেড়াই খুঁজে ধুলোমেশা অদৃশ্য ঝুলে
লুকোনো খামে চিঠি রাখা নিঃসঙ্গ ভিড়ে
দু'চোখে ঝাপসা হয়ে নতুন পরিচয়

স্বপ্ন ভাঙে যে নিঃশব্দে পিছুটানে
একমুঠো আলোর কণা ভরে নেশায়
অনুভূতি শরীরের চোরাস্রোতে আজ
মুছে ফেলে সব জড়তা

ছুঁয়ে যায়, জুড়ে যায় স্মৃতি আঁকা প্রত্যয়
নিঃস্ব গল্প সব মেঘে ঢাকা শামিয়ানা

নির্বাক হয়ে দেখি ঘিরে অন্ধকার যা ছিল ভুলে
হাতড়ে বেড়াই খুঁজে ধুলোমেশা অদৃশ্য ঝুলে
লুকোনো খামে চিঠি রাখা নিঃসঙ্গ ভিড়ে
দু'চোখে ঝাপসা হয়ে নতুন পরিচয়

কুয়াশায় ভিজে যায় অভিমানে মুড়ে রাখা
যন্ত্রণার ঠিকানায় লেখা যত আছে জমা

নির্বাক হয়ে দেখি ঘিরে অন্ধকার যা ছিল ভুলে
হাতড়ে বেড়াই খুঁজে ধুলোমেশা অদৃশ্য ঝুলে
লুকোনো খামে চিঠি রাখা নিঃসঙ্গ ভিড়ে
দু'চোখে ঝাপসা হয়ে নতুন পরিচয়



Credits
Writer(s): Aviraj Sen
Lyrics powered by www.musixmatch.com

Link