Paradeshi Jaao Re Phire

পরদেশি মেঘ, যাও রে ফিরে

পরদেশি মেঘ, যাও রে ফিরে
বলি ও আমার পরদেশি রে
পরদেশি মেঘ, যাও রে ফিরে
বলি ও আমার পরদেশি রে
পরদেশি মেঘ, যাও রে ফিরে

সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে
বিরহ-ব্যথা নাহি কি সেথা
বিরহ-ব্যথা নাহি কি সেথা
বাজে না বাঁশি নদীর তীরে

পরদেশি মেঘ, যাও রে ফিরে
বলিও আমার পরদেশি রে
পরদেশি মেঘ
পরদেশি মেঘ, যাও রে ফিরে

বাদল রাতে ডাকিলে পিয়া
বাদল রাতে ডাকিলে পিয়া
ডাকিলে পিয়া পিয়া পাপিয়া
ডাকিলে পিয়া পিয়া পাপিয়া
বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া?

ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোনো সাধ?
ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোনো সাধ?
দেয় না কেহ গুরু গঞ্জনা
দেয় না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে

পরদেশি মেঘ, যাও রে ফিরে
বলি ও আমার পরদেশি রে
পরদেশি মেঘ, যাও রে ফিরে
বলি ও আমার পরদেশি রে
পরদেশি মেঘ, যাও রে ফিরে



Credits
Writer(s): Priyo Chattopadhayay, Buddhodev Ganguly
Lyrics powered by www.musixmatch.com

Link