Jake Mon Chaye (From "Jake Mon Chaye")

যাকে মন চায়, সে কেন চায় না আমায়?
তবে কী করে দিন-রাত যায়?
যাকে মন চায়, সে কেন চায় না আমায়?
তবে কী করে দিন-রাত যায়?

সারা দিন ঘুরে ফিরে কাজে অকাজে
রাতের গভীরে সে সুর বড়ো বেশি বাজে
সারা দিন ঘুরে ফিরে কাজে অকাজে
রাতের গভীরে সে সুর বড়ো বেশি বাজে

সে কেন চায় না আমায়?
সে কেন চায় না আমায়?
সে কেন চায় না আমায়
পায় না আমায়?

কেন আর সকাল আলো?
জ্বালো, শুধু দুঃখ জ্বালো
কেন আর সকাল আলো?
জ্বালো, শুধু দুঃখ জ্বালো

সে দিনে আলো কালো
ভালো লাগে না ভালো
সে দিনে আলো কালো
ভালো লাগে না ভালো

তবু অবুঝ মন খুঁজে বেড়ায়ে অকারণ
যদি সে আসে এখন যাকে মন চায়
সে কেন চায় না আমায়?
তবে কী করে দিন রাত যায়?

দিন রাত যায়
দিন রাত যায়
দিন রাত যায়



Credits
Writer(s): Prajna Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link