Dishey Hara Mon

দিশেহারা মন যখন তখন
খুঁজে নেয় অজানা কোন
ভাষা তার ভালোবাসায়
গান হয়ে যায়

দিশেহারা মন যখন তখন
খুঁজে নেয় অজানা কোন
ভাষা তার ভালোবাসায়
গান হয়ে যায়

বেবাগী নীল কোনো পাখি
করে যে ডাকাডাকি
কি করে উড়বে এ মন
বাঁধা পাখনায়

দিশেহারা মন যখন তখন
খুঁজে নেয় অজানা কোন
ভাষা তার ভালোবাসায়
গান হয়ে যায়

ভেজা পথ, কাঁটা রথ
চোরাবালি এ বালিময়
ভেজা পথ, কাঁটা রথ
চোরাবালি এ বালিময়
চোখে ভয়, কি হয় হয়
খোঁজে নিজের পরিচয়

খেয়ালী মন চলে একা
যদি তার পায় গো দেখা
কাগজে স্বপ্ন যত
নিজেই মুছে যায়

শত ফুল করে ভুল
অগোচরেই ঝরে যায়
শত ফুল করে ভুল
অগোচরেই ঝরে যায়
এক ঝড়ে পাল ছেঁড়ে
কূল তার ভেসে যায়

গোধূলি ক্ষণের আলো
কি করে লাগবে ভালো
আগুনে যার বারবার
ঘর পুড়ে যায়



Credits
Writer(s): Monty Sharma, Lipi
Lyrics powered by www.musixmatch.com

Link